DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার হওয়া ৩যুবকের জামিন নাকচ জলপাইগুড়ি জেলা আদালতের

ভারত-বাংলাদেশ সীমান্ত সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করার অভিযোগে গ্রেফতার হওয়া তিন যুবকের জামিন নাকচ করল জলপাইগুড়ি জেলা আদালত। মূল অভিযুক্ত যুবক শহরের দেশবন্ধু পাড়ার বাসিন্দা অভিষেক রায়কে দুই দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করল আদালত। বাকি দু’জন অভিষেকের বন্ধু নিউটাউন পাড়ার বাসিন্দা বলরাম ঘোষ ও গাড়ি চালক মোহিত নগরের বাসিন্দা অমিত ঘোষকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক বলে জানালেন সহকারি সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তিন যুবকের মধ্যে অভিষেকের বিরুদ্ধে ভুয়ো সরকারি অফিসারের পরিচয় দেওয়ার অভিযোগ রয়েছে। নিজেকে আইবি এমনকি পিএম অফিসের কর্মী বলে দাবি করে সীমান্তে গিয়ে ছবি তুলেছিল। ধৃতদের মোবাইল ও গাড়ি বাজেয়াপ্ত করেছে বিএসএফ।” চার চাকা গাড়ি, গাড়ির সামনে ‘পুলিশ’ লেখা রয়েছে। সেই গাড়ি করে জলপাইগুড়ির সদর ব্লকের মানিকগঞ্জ এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিল তিন যুবক।


কৌটিল্য বিওপি ও মহাদেব বিওপি এলাকায় ঘুরাঘুরি করছিল তাঁরা। যেই এলাকায় কাঁটাতার নেই ওই এলাকায় কি উদ্দেশে ঘুরাঘুরি করছিল তাঁরা এখনও পরিস্কার নয়। বিএসএফ গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদ করতেই অভিষেক নিজেকে গোয়েন্দা বিভাগের কর্মী বলে দাবি করেন, আবার কখনও পিএম অফিস, এসবি লোক বলে দাবি করেন৷ যদিও কোনও কাগজ দেখাতে পারেনি সে। এরপরেই অভিষেক সহ আরও দুজনকে বিএফএস আটক করে শুক্রবার রাতে। শনিবার কোতোয়ালি থানার তুলে দেওয়া হয়েছে। রবিবার জেলা আদালতের সিজেএম কোর্টে তোলা হলে জামিন নাকচ করে আদালত। অভিযুক্তের পক্ষের আইনজীবী অভিজিৎ সরকার বলেন, “বিএসএফের অভিযোগ রয়েছে এরা নিজেদের আইবি এমনকি পিএমের লোক বলেছিল। এই কারণে গ্রেফতার করা হয়েছে। প্রথমে জামিন যোগ্য ছিল পরে জামিন অযোগ্য মামলা করা হয়েছে।”

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

বিধায়ক কোটার অর্থানূকুল্যে রাস্তা ও শ্মশান ঘাটের নির্মাণ কাজের সূচনা তুফানগঞ্জ বামনেরকুঠি এলাকায়

তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বামনের কুঠি এলাকায় বিজেপি বিধায়কের

Read More »