ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জলঙ্গিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের জলঙ্গী থানার পুলিশ জলঙ্গি থানার ঘোষপাড়া বাস স্ট্যান্ড এ অভিযান চালানোর সময় এক যুবক কে আটক করে তল্লাশি করলে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ২টি খালি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। তারপরেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

ধৃত যুবকের নাম বিপ্লব বিশ্বাস, বাড়ি জলঙ্গি থানা এলাকায়।ধৃতকে জেলা আদালতে তোলা হবে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। তবে কেনো আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল সীমান্ত এলাকায় তার তদন্ত শুরু করেছে পুলিশ।