হাসিমারা সংলগ্ন সুভাষিনী চা বাগান ক্ষতিগ্রস্থ প্রাকৃতিক দুর্যোগের কারণে। তোর্ষা নদীর বাঁধ ভেঙে গিয়েছে এলাকায়। এলাকার তিন জায়গায় ভেঙেছে বাঁধ। এলাকার ২৫ টি পরিবার গৃহবন্দী রয়েছে।হু হু করে জল ঢুকছে গ্রামে। তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে নিকটবর্তী ফ্লাড সেন্টারে।

সুভাষিনী চা বাগান এলাকার প্রাথমিক স্কুলটিকে ফ্লাড সেন্টার করা হয়েছে। ব্লক প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে গৃহবন্দী পরিবারের সদস্যদের উদ্ধার করে আনা হচ্ছে ফ্লাড সেন্টারে। বাঁধ ভেঙে যাওয়ার কারণে জল প্রবেশ করেছে গ্রামে। বাড়ছে সমস্যা।লাগাতার বৃষ্টি চলতে থাকলে আরও পরিস্থিতি খারাপ হবে। এলাকার পঞ্চায়েত প্রধান রঞ্জিতা সূত্রধর জানান,”এলাকার পরিস্থিতি খারাপ হচ্ছে।প্রায় ১৫০ মিটার বাঁধ ভেঙেছে।