ভাইরাল জ্বড়ে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আলিপুরদুয়ার জেলায়। জেলার প্রতিটি ব্লক হাসপাতাল, গ্ৰামীণ হাসপাতাল আউটডোরে সকাল থেকেই ভাইরাল জ্বড়ে আক্রান্ত রোগীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এমনকি অনেকে ভাইরাল জ্বড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ও আছে।

লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে ও আউটডোরে ভাইরাল জ্বড়ে আক্রান্ত রোগীর সংখ্যা ভিড় বৃদ্ধি পেয়েছে যত পরিমান রোগী আসছে চিকিৎসা জন্য তার মধ্যে অধিকাংশ ভাইরাল জ্বড়ে আক্রান্ত। লতাবাড়ি হাসপাতালে চিকিৎসক ডা: সৌমেন জানান আবহাওয়া খামখেয়ালি জন্য এই জ্বড় আর রোগীদের মধ্য লক্ষ্য করা যাচ্ছে তাপমাত্রা অধিক। রোগীদের সারা শরীর ব্যাথা এই সমস্ত উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে।