DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

ভয়াবহ পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কে, মৃত-৪

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা । একটি স্করপিও গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের । শনিবার সকালে খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার রানী সরাই এলাকায় এই ভয়াবহদুর্ঘটনা । বেলদার দিক থেকে একটি প্রাইভেট গাড়িতে করে চারজন দাঁতনের দিকে যাচ্ছিলেন । হঠাৎই স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের এক লেন থেকে অন্য লেনে চলে যাওয়ায় দাঁতনের দিক থেকে আসা একটি লরির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে । প্রবল ধাক্কায় সম্পূর্ণ দুমড়ে -মুচড়ে যায় স্করপিওটি । ঘটনাস্থলেই মৃত্যু হয়, চার জনের ।


প্রত্যক্ষদর্শীরা জানান, স্করপিও গাড়িটি দ্রুত গতিতে উড়িষ্যার দিকে যাচ্ছিল । সেই সময় বেলদা থানার রানী সরাই পঞ্চায়েত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের এক লেন থেকে অন্য লেনে চলে যায় । ফলে দাঁতনের দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দুর্ঘটনা গ্রস্থ স্করপিও গাড়ি থেকে ইলেকট্রিক কাটার ও ক্রেন দিয়ে উদ্ধার করা হয় ওই চার জনের মৃতদেহ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই চারজন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকার বাসিন্দা । মৃত এক ব্যক্তির নাম অতনু গুহ । বাকি তিন জনের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন