মঙ্গলবার ময়নাগুড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো ময়নাগুড়ি পৌরসভা।
গত মঙ্গলবার রাতে ময়নাগুড়ি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মোট চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল আগুন লেগে, পুড়ে ছাই হয়ে গেছে, ঘরের আসবাবপত্র সহ দরকারি কাগজপত্র রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড, নানা কাগজপত্র। বলতে গেলে সর্বস্বয় পড়ে যায় ওই আগুনে।

তাই ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ময়নাগুড়ি পৌরসভা। সেদিন ময়নাগুড়ি পৌরসভার পক্ষ থেকে প্রায় এক মাসের চাল, ডাল, ডিম তেল মসলা সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিলেন ওই পরিবার গুলির হাতে ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী সহ এলাকার কাউন্সিলর সহ অন্যান্য কাউন্সিলরা, এদিন ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী বলেন আমরা আগুনে পুড়ে যাওয়া ওই পরিবারদের হাতে আজকে যত সামান্য জিনিস তুলে দিলাম। আগামী দিনে আমরা পৌরসভা থেকে। বা সরকারিভাবে কোন তাদের ঘর করে করে দেওয়া যায় কিনা সে বিষয়টি দেখব।
অন্যদিকে অতিকত্ব পরিবারের পক্ষ থেকে জানানো হয় পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার আমাদের হাতে চাল ডাল তেল মশলা সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আমরা খুশি। আমরা পৌরসভার কাছে আবেদন জানাচ্ছি আমাদের যাতে এই গরিব মানুষগুলোর নতুন করে ঘর করে দেওয়া যায় কিনা সে দিকটা একটু চিন্তা ভাবনা করুক।