রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি ও পাশের বাড়ির একাংশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ দুই ব্লকের রামপুর-১ গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর কাঁঠালতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুর-১গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর এলাকার বাসিন্দা, রতন সাহা বাড়িতে আগুন লাগে এরপর সেই আগুনের লেলিহি শিখা পাশে থাকা গোপাল সাহার বাড়িতে ছড়িয়ে পড়ে তার ঘরের একাংশ পুড়ে যায়। আগুনের লেলিহি শিক্ষা দেখতে পেয়ে কোন রকমে ঘর থেকে বেরিয়ে আসেন বাড়ির লোকজন। হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনরকমে ঘরে থাকা জিনিসপত্র বাইরে বের করতে পারেন স্থানীয় বাসিন্দারা।আগুন দেখে প্রতিবেশীরা ছুটে আসেন খবর দেওয়া হয় দমকলে প্রতিবেশীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহি শিক্ষা এতোটাই ভয়াবহ ছিল আগুন নেভাতে বেগ পেতে হয় স্থানীয় বাসিন্দাদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারোবিশা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও বক্সিরহাট থানার জোরাই ফাঁড়ির পুলিশ।

দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের লেলিহি শিখা ভয়াবহ আকার নেয়। বাড়িতে অবৈধভাবে পেট্রোল ডিজেল, কেরোসিনের মতো দাহ্য পদার্থ মজুদ থাকার ফলে আগুন ভয়াবহ আকার নেয়। রাস্তা সরু হওয়ার কারণে দমকলের ইঞ্জিন পৌঁছতে খানিকটা দেরি হওয়ায় পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়ি। এরপর বারোবিশা দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়ি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদেরও কিছুটা বেগ পেতে হয়।
এ ব্যাপারে দমকল কেন্দ্রের এক আধিকারিক জানিয়েছেন বাড়িতে অবৈধভাবে পেট্রোল ডিজেল কেরোসিন এর মতো দাহ্য পদার্থ মজুদ রাখার ফলে আগুনের লেলিহি শিখা ভয়াবহ আকার ন্যায়। প্রায় কয়েক লক্ষ টাকা মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীরা জানিয়েছে।