শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার আন্টি ক্রাইম উইং এর পুলিশের অভিযান, ফুলবাড়ীর মার্ডার মোড় সংলগ্ন কাঞ্চন বাড়ি এলাকায় দুই যুবককে তল্লাশি চালিয়ে উদ্ধার ১০০ গ্রাম ব্রাউন সুগার।
বুধবার রাতে নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং এর কাছে গোপন সূত্রে খবর আসে ফুলবাড়ীর মার্ডার মোড় সংলগ্ন কাঞ্চন বাড়ি এলাকায় মাদক হাত-বদলের জন্য অপেক্ষা করছে দুই দুষ্কৃতী।
গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার এন্টি ক্রাইম উইং।
ফুলবাড়ীর কাঞ্চনবাড়ি সংলগ্ন একটি রেস্তোরার সামনে বিহার নম্বরের একটি স্কুটি সহ ২ যুবককে আটক করে নিউ জলপাইগুড়ি থানার আন্টি ক্রাইম উইং।
নিউ জলপাইগুড়ি থানার আইসির উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি এবং গাড়ি তল্লাশি করতেই উদ্ধার হয় ১০০ গ্রাম ব্রাউন সুগার।
নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক মূল্য 2 লক্ষাধিক টাকা।
ধৃত দুজনের নাম মোঃ আজিরুল এবং মোহাম্মদ ইকবাল।
মোহাম্মদ আজিরুল ফুলবাড়ীর বাসিন্দা। মোঃ ইকবাল বিহারের বাসিন্দা। ধৃতরা এই মাদক ফুলবাড়ীতে হাত বদলের জন্যই অপেক্ষা করছিল। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই মাদক কাকে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল তার কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।
ধৃত দুজনকেই বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করবেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
