দুর্গোৎসব হলো সনাতনী হিন্দুদের মহাউৎসব। এবার সেই উৎসবের আগে সনাতনী হিন্দুদের সাথে বোনাস বৈষম্য তৈরী করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অধীনস্থ মেখলিগঞ্জ লেয়ার ফার্ম কর্তৃপক্ষ। অভিযোগ, ঈদের উৎসবে এই লেয়ার ফার্মের সাথে যুক্ত কর্মীদের প্রায় ১১হাজার টাকার মতো বোনাস প্রদান করা হয়েছিল।
কিন্তু দুর্গাপূজোয় সেই বোনাসের পরিমানে কমে দাঁড়িয়েছে অনেকটা।

বৃহস্পতিবার এই নিয়ে লেয়ার ফার্মের গেটের সামনে নিজেদের পাওয়া বোনাসের দাবিতে বিক্ষোভে সামীল হন কর্মীরা। আন্দোলনে সামিল মনিভুষন রায় জানিয়েছেন, ঈদের সময়ে তাদের কলিগদের বোনাস দেওয়া হয়েছিল ১১হাজার টাকা কিন্তু আজ আমাদের সনাতনী হিন্দুদের দেওয়া হচ্ছে মাত্র ৩থেকে ৪হাজার। অনেকে এখনও বোনাস ই পায়নি। একেই অভিযোগ করে বাপি রায়, শুভঙ্কর রায় সহ আন্দোলনে সামীক অন্যান্ন কর্মীরা। রাজ্যসরকার কেন তাদের সাথে বোনাস বৈষম্য আচরণ করছে তার জবাব চান কর্মিরা। যদিও এই নিয়ে তারা একটি লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি লেয়ার ফার্মের উর্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। কিন্তু তাতে লাভ অপেক্ষা মিলেছে একরাশ হতাশা। লেয়ার ফার্ম কর্মীদের দাবি, তাদের বলা হয়েছিল যা বোনাস দেওয়া হয়েছিল তাতেই সন্তুষ্ট থাকো। নাহলে কাজ ছেড়ে দাও। সবমিলিয়ে পুজোর আগে লেয়ার ফার্ম কতৃপক্ষের এই বোনাস বৈষম্য মূলক আচরনে হতাশায় মেখলিগঞ্জ লেয়ার ফার্মের সাথে নিযুক্ত কর্মীরা।