ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের খাড়াকদম হরিনাথপুরে বিশ্বকর্মা টিম্বার প্লাইউড ফ্যাক্টরির শ্রমিকরা শুক্রবার সকালে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখালেন।
শ্রমিকদের অভিযোগ, গত বছর তাঁদের বোনাস ছিল ১৫ শতাংশ। এ বছর মালিকপক্ষ সেই পরিমাণ কমিয়ে মাত্র ১০ শতাংশ ঘোষণা করেছে। তারই প্রতিবাদে এ দিন ফ্যাক্টরির সামনে গেট মিটিং করে বিক্ষোভে সামিল হন কর্মীরা।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, মালিকপক্ষ যদি তাঁদের দাবির ব্যাপারে অনড় থাকে, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
