বোনাসের দাবিতে আলিপুরদুয়ার জেলার চিঞ্চুলা চা বাগানে চলছে শ্রমিক আন্দোলন। গত তিন দিন ধরে শ্রমিকরা কাজ না করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শ্রমিকদের দাবি একসাথে ২০% বোনাস দিতে হবে। এই দাবিতে শ্রমিকরা আন্দোলন চলছে। বাগানের সমস্ত শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিন সকাল থেকে শ্রমিকরা ফ্যাক্টরি সামনে বসে আন্দোলন করে যাচ্ছে। বাগানের সমস্ত শ্রমিক সংগঠন শ্রমিকদের সাথে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
শুক্রবার থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। বাগানের ম্যানেজার বলেছিলেন সোমবার দিন বাগান কতৃপক্ষ সময় চেয়েছিল। পিএফ নিয়েও সমস্যা রয়েছে বলে জানান বিধায়ক বিশাল লামা।
