বোনাসের দাবিতে কালচিনিতে থানা ঘেরাও করে অবস্থান-বিক্ষোভে বসলেন চা শ্রমিকরা, ব্যাপক উত্তেজনা। ২০% বোনাসের দাবিতে এবার থানা ঘেরাও করে অবস্থান-বিক্ষোভে বসলেন চা শ্রমিকরা। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানের।
জানা গেছে এ বছর শ্রম দপ্তর এডভাইজেরি জারি করে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের ঘোষণা করেছে, কিন্তু এখন ওবধি বোনাস মিলেনি কালচিনি চা বাগানে।

বোনাসের দাবিতে সোমবার ফের কাজ বন্ধ করে চা আন্দোলনে সামিল হয় ডুয়ার্সের কালচিনি চা বাগানের শ্রমিকরা। আজ সকাল থেকে কাজ বন্ধ করে শ্রমিকরা প্রথমে গেট মিটিং করে তারপর তারা কালচিনি থানায় জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। তৃণমূল, বাম সমস্ত শ্রমিক সংগঠন একসাথে আন্দোলন চালিয়ে যাচ্ছে ২০% বোনাসের দাবিতে। পরবর্তীতে কালচিনি থানার পুলিশ গিয়ে বাগান ম্যানেজারকে থানার সামনে নিয়ে আসে। ম্যানেজার তিন কিস্তিতে ধাপে ধাপে বোনাস দেবে এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। উক্ত সময় শ্রমিকরা ম্যানেজারের উপরে চড়াও হয়ে ক্ষোভ দেখায়, তড়িঘড়ি পরিস্থিতি সমাল দেয় কালচিনি পুলিশ। যদিও এখনো শ্রমিকরা থানার বাইরে বসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।