বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক রাত্রি দুটো নাগাদ প্রচন্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ময়নাগুড়ি মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের বটেশ্বর এলাকায় , অমল দেবনাথের বাড়িতে গতকাল গভীর রাতে ঝরে একটি গাছ পড়ে যায় তার বাড়ির একটি ঘরের উপরে। প্রাণে বেঁচে যায় অমরবাবুর মা ও মাসি, অমল বাবুর মা জানান বৃহস্পতিবার গভীর রাতে প্রচন্ড ঝড় সঙ্গে বৃষ্টি। তারই মধ্যে একটি গাছ ভেঙে হুর মুড়িয়ে পড়ে তাদের ঘরের চালে। ঘরে ছিলেন বৃদ্ধা মা ও মাসি। এছাড়াও বাড়িতে ছিলেন অমল বাবুর স্ত্রী এবং দুই সন্তান। অমল দেবনাথ পেশায় একজন পরিযায়ী শ্রমিক, বর্তমানে তিনি বহুদিন থেকে ঝাড়খন্ডে কাজ করছেন।

এই ঘটনায় বর্তমানে তিনি বাইরে আছেন বলে জানান পরিবারের সদস্যরা। পরিবারের সদস্য ও এলাকাবাসীরা জানান বিগত দিনে এই ধরনের ঝড় সাধারণত বৈশাখ মাসেই দেখা যায় বৈশাখী ঝড়। বর্তমানে কিন্তু আমরা সেই ঝড় শ্রাবণ মাসেও দেখছি। পরিবারের সদস্যরা জানান একটি ঘর ভেঙে গেছে, দাদা গরিব মানুষ যদি কোন রকম সরকারি ভাবে কোনো সাহায্য পাওয়া যায়। বিগত বামফ্রন্ট সরকার আমলে একটি ঘর পেয়েছিল। সেটাতেই থাকতেন তারা। ঝরে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর। গতকালের ঝড়-বৃষ্টিতে ময়নাগুড়ি ব্লকের অনেক জায়গায় গাছ ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় পরিবারের সদস্যরা কোনরকম আহত হয়নি ।