বেহাল সাঁকো পারাপারে ভোগান্তি, ক্ষোভে ফুঁসছেন মাথাভাঙ্গা পানিখাওয়া গ্রামের বাসিন্দারা।
প্রায় এক বছর আগে নির্মিত হয়েছে একটি বাঁশের সাঁকো। সেই সাকো পারাপারে এখন প্রায় অযোগ্য, ভোগান্তি এলাকাবাসী সহ পথ চলতি অনেকের । ক্ষোভে ফুসছে উনিশ বিশা গ্রাম পঞ্চায়েতের পানিখাওয়া গ্রামের বাসিন্দারা। দ্রুত মেরামতির আশ্বাস গ্রাম পঞ্চায়েত প্রধানের।

জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের পানি খাওয়া গ্রামের দোলং নদীর উপর একটি বাঁশের সাঁকো দিয়ে চলাফেরা করে দু তিনটি গ্রামের মানুষ। একদিকে পানিখাওয়া, ছেরামারি গ্রামের বাসিন্দাদের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যেতে এই পথ দিয়ে যাতায়াত করতে হয় ।পাশাপাশি জয়ন্তীর হাট বাজার,ব্যাংক ইত্যাদি যাওয়ার জন্য এই পথ দিতে চলাচল করেন ছাত্র ছাত্রী সহ পানি খাওয়া গ্রামের মানুষ। নইলে ঘুর পথে অনেকটা পথ ঘুরে করতে হয় যাওয়া। তাই বহুবার এই নদীর উপর একটি কংক্রিটের সেতুর দাবি তুলেছেন এলাকাবাসী বলে জানা যায়। কিন্তু কাজের কাজ হয়নি। স্থানীয় জয়ন্তী বর্মন,স্বপন বর্মনরা জানান, অনেক বার এই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের দাবি আমরা জানিয়েছি,অনেকে এসে দেখেও গেছে কিন্তু কাজ হয় নি। গত বর্ষায় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছিল কিন্তু সেটি এখন ভগ্ন প্রায় অবস্থা। এরই মধ্যে একদিন এক সাস্থ্য কর্মী সাকো পার হয়ে যাওয়ার সময় জলে পরে জান বলেও জানান স্থানীয় জয়ন্তী বর্মন। এ বিষয়ে উনিশ বিশা গ্রাম পঞ্চায়েত প্রধান তুলতুল অধিকারী জানান, আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃ পক্ষকে বিষয়টি জানিয়েছি। আপাতত যত তাড়াতাড়ি সম্ভব সাঁকোটি সংস্কারের চেষ্টা করা হবে।