বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে দিনহাটা ২ নং ব্লক বিডিও অফিসের সামনে দিনহাটা- সাহেবগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। শুক্রবার সকাল থেকে এই এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধে সামিল হন। জানা যায়, সাহেবগঞ্জ দিনহাটা ২ নং ব্লক বিডিও অফিসের পেছনে একটি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। বারংবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে বিষয়টি জানানো সত্বেও সেই রাস্তা সংস্কার না হওয়ার কারণে বাধ্য হয়ে পথ অবরোধের শামিল হলেন এলাকার বাসিন্দারা।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তার কারণে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে চূড়ান্ত সমস্যায় পড়তে হয় শুধু তাই নয় সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচলের ক্ষেত্রেও দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। যদিও সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন জানান, রাস্তার বেহাল অবস্থা রয়েছে ঠিকই কিন্তু এত বড় রাস্তা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফ থেকে করা সম্ভব নয়। ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কে বানানো হয়েছে রাস্তাটি ধরা আছে বলে তিনি জানান খুব দ্রুত কাজ শুরু হবে বলেও তিনি জানান। এদিকে পথ অবরোধের খবর পেয়ে সেখানে সাহেবগঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।