বেহাল রাস্তা সংস্কারের দাবি তুলে আন্দোলন শুরু করলেন আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মীরা। এদিন যশোডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন বিজেপি কর্মীরা । এরপর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিজেপি নেতৃত্বরা। যশোডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ব্লক অফিস পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। প্রশাসনিক কর্তাদের বলেও কোন কাজ হচ্ছে না। অবশেষে বেহাল রাস্তায় ধানের চারা রোপন করে পথ অবরোধ করলেন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা। এদিন বেলা সাড়ে দশটা থেকে অবরোধ শুরু হয় ১১ টা পর্যন্ত চলে অবরোধ। অবরোধ স্থলে শামুকতলা থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে।

বিজেপির নেতৃত্বদের সঙ্গে কথা বলে আলোচনার ভিত্তিতে অবরোধ তুলে নেন বিজেপি কর্মী এবং নেতৃত্বরা। প্রতিদিন এই রাস্তা দিয়ে ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক এবং জেলা প্রশাসনিক কর্তারা যাতায়াত করেন। কিন্তু বেহাল রাস্তা সংস্কারের জন্য কোন রকম ব্যবস্থা করছেন না তারা। এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে টোটো চালক অটোচালক এবং সাধারন বাসিন্দারা ব্লক প্রশাসনের দিকেই আঙ্গুল তুলেছেন অবরোধ স্থল থেকে। এমনকি ব্লক প্রশাসনের দুর্নীতি নিয়েও অভিযোগ তুলেছেন অবরোধ স্থল থেকেই।
বিজেপি নেতা খোকন দেবনাথ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ব্লক অফিসের গাছ কেটে বিক্রি হচ্ছে রাতের অন্ধকারে। সাত দিনের মধ্যে রাস্তার সংস্কার করার ব্যবস্থা না করা হলে বিডিওর কক্ষে তাকে তালা মেরে দেওয়া হবে এমনটাও হুমকি দেওয়া হয়েছে।