বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ দিনহাটা বামনহাট দক্ষিণ লাউচাপড়া এলাকায়। মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দারা দিনহাটা চৌধুরী হাট রাজ্য সড়কের বামন হাট পেট্রোল পাম্প এলাকায় পথ অবরোধ পথ অবরোধে শামিল হন। বাসিন্দাদের অভিযোগ, বামন হাটের দক্ষিণ লাউচাপড়া এলাকায় দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা। যার ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। শুধু তাই নয় গর্ভবতী মহিলাদের চলাচল করতে অসুবিধা হয়। বারংবার প্রশাসনকে জানানো সত্বেও কোনরকম সুরাহা হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে পথ অবরোধের শামিল এলাকার বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় সাহেবগঞ্জ থানা পুলিশ। পুলিশ প্রশাসনের আশ্বাসে এলাকার বাসিন্দারা অবরোধ তুলে নেন বলে জানা গেছে।
