মাথাভাঙ্গা ১নং ব্লকের জোড়পাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৩কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি।এই রাস্তা দিয়ে নেন্ডারপার, কাউয়ার ডারা,শোলমারি এলাকার সাধারণ মানুষ যাতায়াত করে।
অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল, কাঁচা রাস্তা থাকায় বর্ষাকালে জল জলে থাকায় যাতায়াতে ভোগান্তি বারে।রাস্তার মাঝে বড়ো বড়ো গর্ত থাকায় চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে।দ্রুত রাস্তা সংস্কার করা না হলে আন্দোলনের হুশিয়ারি গ্রামবাসীদের।
যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান জানান বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।