মালদায় তৃণমুল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে রাস্তা বেহাল, অসুস্থ রোগীকে খাটিয়ায় বেঁধে নিয়ে যেতে হয় হাসপাতাল সেই ছবি ভাইরাল ।
উন্নয়ন পথে তৃণমুল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে রাস্তা বেহাল। অসুস্থ রোগীকে খাটিয়ায় বেঁধে নিয়ে যেতে হয় হাসপাতাল ও হাসপাতাল থেকে ফেরত আনতেও হয় একই পদ্ধতিতে।মালদার ভারত বাংলাদেশ সীমান্ত হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ছবি।এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।বেহাল দশার কারণে খাটিয়ায় শুইয়েই হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোগীকে।ইতিমধ্যেই ভাইরাল ভিডিও। চরম দুর্ভোগে এলাকার মানুষ।
মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিত পুর গ্রাম স্বাধীনতার পর থেকেই এই একই ছবি। মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে এইভাবে কাঁধে করে নিয়ে যেতে হয় বিশেষ করে বর্ষাকালে।গর্ভবতী মারা গর্ভ অবস্থায় সন্তান প্রসবের তিনমাস আগে গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যায়।

গ্রামের আদিবাসী এক বৃদ্ধা রানী সোরেন কয়েকদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয় তাকে খুবই বুলবুলচন্ডী এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল থেকে তাকে বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার সময় সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।সে আবার অসুস্থ হয়ে পড়ে।এই পরিস্থিতিতে এলাকার জেলা পরিষদ সদস্যের উদ্যোগে তাকে আবার পুনরায় ওই একই কায়দায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় জানিয়েছে কিন্তু কোন সুরাহা হয়নি।আর শাসক বিরোধী এই তরজার মধ্যে কার্যত অসহায় গ্রামবাসীরা।
ওই এলাকার বিধায়ক, সংসদ, জেলা পরিষদ সদস্য,সবই রয়েছে বিজেপির।তারা কোন কাজ করেনি বলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে দাবি জেলা তৃণমূলের মুখপাত্র আসীষ কুন্ডুর।
গ্রামীণ রাস্তা করার কাজ গ্রাম পঞ্চায়েতের। তারা কোনো কাজ করেনি পাল্টা দাবি এলাকার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা ও বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিংহের।