শনিবার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দির লাগোয়া, এবং জল্পেশ মন্দির কমিটির পরিচালিত জল্পেশ বাজার এবং হাট।
জল্পেশ মন্দির কমিটির পরিচালিত জল্পেশ হাট এবং জল্পেশ বাজারের একটু বৃষ্টিতেই নরক কুন্ডে পরিণত হয়। বাজার এবং হাটে আবর্জনা এবং কাদায় অস্বাস্থ্যকর পরিবেশর সৃষ্টি হয়। সেই সঙ্গে বাজার এবং হাটে এতটাই কাদা, যে ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে কোনো রকম ভাবে দোকান নিয়ে বসলেও খদ্দেরের দেখা মেলে না , এই কাদা এবং জলের জন্য। বাজার এবং হাট ব্যবসায়ীরা অভিযোগ করেন জল ও বৃষ্টির কারণে দীর্ঘদিন থেকে জল্পেশ বাজারে এবং হাটে ভয়ংকর অবস্থা, বারবার কমিটিকে জানিয়ে কোন কাজ হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের।

তারা বলেন একটু বৃষ্টি হলেই জল্পেশ হার্ট এবং বাজারের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ক্রেতারা বাজার বা হাটে আসতেই চান না ফলে ব্যবসায়ীরা তাদের ব্যবসায় মার খাচ্ছে। এদিন একপ্রকার বিক্ষোভের সুরে জল্পেশ হাট এবং বাজার ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা বলেন তারা নিয়মিত মন্দির কমিটিকে খাজনা দিয়ে আসছেন। কিন্তু তারা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ। তারা আরো অভিযোগ করেন। ব্যবসায়ীরা যদি তাদের কাছে অভিযোগ জানাতে যায় তারা জানান প্রয়োজন হলে ব্যবসা করো, তা না হলে এখান থেকে চলে যেতে পারো। এই ঘটনায় ক্রুদ্ধ ব্যবসায়ীরা মন্দির কমিটির ওপর। তাদের দাবি অবিলম্বে জল্পেশ হার্ট ও বাজারের রাস্তা সংস্কার করুক মন্দির কমিটি। না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবে।
যদি এ ব্যাপারে জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব বলেন এইসব অভিযোগ ভিত্তিহীন। বৃষ্টির দিনে জল হতেই পারে। কিন্তু ব্যবসায়ীদের কি অসুবিধা হচ্ছে সেটা দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।