ফের বে আইনি আগ্নেয়াস্ত্র ও একাধিক তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করলো মুর্শিদাবাদে ডোমকল থানার পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডোমকলের ঘোরামারা নিশ্চিন্তপুর এলাকা থেকে সোহেল মন্ডল নামে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি সিঙ্গেল শট আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড তাজা কার্তুজ। ধৃত যুবককে এদিন জেলা আদালতে তোলা হবে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা- বিষয়টি খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ।
