বৃহন্নলা দের জোর জুলুম তোলাবাজিতে অতিষ্ঠ ময়নাগুড়ি বাসি। চাঞ্চল্য ময়নাগুড়ি শহরে।
শুক্রবার বেলা আনুমানিক একটা নাগাদ ময়নাগুড়ি শহরের পুরাতন বাজার ময়নামাতা কালিবাড়ি এলাকায় জলপাইগুড়ি থেকে একদল বৃহন্নলা এসে তলাবাজি শুরু করে, ব্যবসায়ীদের সঙ্গে শুরু করে জুলুমবাজি ও দূর্ব্যবহার।

এক মুড়ি ব্যবসায়ীকে বৃহন্নলা দের একজন পায়ের চটি খুলে মার মুখী মারার হুমকি দেওয়ায় আশেপাশে থাকা মানুষজন ও বাকি ব্যবসায়ীরা বৃহন্নলা দের উপর ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে ও শুরু হয় বচসা।
পরবর্তীতে মানুষের ভিড় জমে গেলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বৃহন্নলারা সকলের কাছে ক্ষমা চায় ও ওই স্থান থেকে পালিয়ে যায়।
মুড়ি ব্যবসায়ী মাখন শাহার অভিযোগ – আমি দুপুরের খাওয়া খাচ্ছিলাম দোকানে বসে, তারা টাকা চাইতে আসলে আমি তাদের পরে আসতে বলি। কিন্তু তারা আমার কথায় কর্ণপাত না করে আমার চিরে মুড়ি প্যাকেট নিয়ে চলে যাচ্ছিল, আমি বাধা দিতে গেলেই এক বৃহন্নলা আমার উপর পায়ের চটি খুলে চোরাও হয় ।