বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে! দিনহাটায় ব্যতিক্রমী উদ্যোগে উদ্দীপনা গ্রামবাসীদের মধ্যে।
টানা খরার পরিস্থিতি, আষাঢ় মাস প্রায় শেষের পথে—তবুও চিহ্নমাত্র বৃষ্টির দেখা নেই। জলকষ্ট এবং ধানের বীজতলা তৈরিতে বিপাকে পড়েছেন দিনহাটার কৃষকরা। এই প্রতিকূল অবস্থার মুখে আশার আলো খুঁজে পেতে দিনহাটা ২ নম্বর ব্লকের হোকদহ গ্রামে আয়োজন করা হল ব্যাঙের বিয়ে।

লোকবিশ্বাস অনুসারে, ব্যাঙের বিয়ে দিলে প্রকৃতি তুষ্ট হয় এবং বৃষ্টি হয়। সেই বিশ্বাসেই রবিবার সন্ধ্যায় স্থানীয় যুবকরা এবং প্রবীণরা মিলে এক জোড়া ব্যাঙের ধুমধাম করে বিয়ে দেন। ছিল পাকা পিঁড়ে, ফুলের মালা, সিঁদুর ও হরেক আয়োজন। ধর্মীয় রীতি মেনে পাঠ করা হয় মন্ত্রও।
উপস্থিত ছিলেন এলাকার শতাধিক মানুষ। অনেকে বলেন, “আষাঢ়ে এই তীব্র খরায় আমাদের চাষবাস সব থমকে আছে। এবার ব্যাঙের বিয়ে হলে অন্তত একটু আশায় বাঁচা যাবে।”
গ্রামবাসীদের মধ্যে খুশির আবহ ছড়িয়ে পড়ে। ছোটরা যেমন উৎসাহের সাথে ব্যাঙের বর-কনেকে ফুল ছিটিয়ে আশীর্বাদ করে, তেমনই বড়রা প্রার্থনা করেন আকাশ যেন এবার মুখ তুলে চায়।
এলাকা বাসীর কথায়, “আষাঢ় মাস প্রায় শেষ। ধান রোপণের সময় যাচ্ছে। বৃষ্টি না হলে চাষ বন্ধ হয়ে যাবে। তাই ব্যাঙের বিয়ে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ চাইলাম।”
আয়োজকরা জানান, শুধু কুসংস্কার নয়, এটা একটা সামাজিক উদ্যোগ—মানুষের মনোবল ধরে রাখার একটি সাংস্কৃতিক প্রচেষ্টা।