দার্জিলিং : পাহাড়জুড়ে অবিরাম বৃষ্টিতে দার্জিলিং অঞ্চলে নেমেছে ভয়াবহ বিপর্যয়। রাতভর ভারী বর্ষণ ও ধসের ফলে ন্যাশনাল হাইওয়ে-১০ (NH-10)-এর বিভিন্ন অংশে রাস্তা বন্ধ হয়ে সিকিম ও উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে।
মিরিক ও দুধিয়া সংযোগকারী লোহার সেতুও ভেঙে পড়েছে, যা দার্জিলিং বিভাগের রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ অংশ। ফলে মিরিক থেকে শিলিগুড়ির মধ্যে কোনো সরাসরি যোগাযোগ সম্ভব নয়। একইসঙ্গে দার্জিলিং-শিলিগুড়ি রোডের হিলকার্ট রোড, দিলারাম ও হুইটসেল খোলা (কার্শিয়াং) এলাকায় বড় ধস নেমেছে। রোহিনী রোডেও একাধিক স্থানে গাড়ি চলাচল বন্ধ।

দুধিয়া সেতুতে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে আশেপাশের একাধিক গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন। পাশাপাশি, পুলবাজার সেতুও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, যার ফলে থানালাইন ও বিজনবাড়ি এলাকার সঙ্গে যোগাযোগ স্থগিত।
প্রশাসন উদ্ধারকাজ শুরু করলেও, অবিরাম বৃষ্টিপাতের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তিস্তা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা অতীতের ভয়াবহ বন্যার স্মৃতি উজ্জীবিত করছে।
জরুরি পরিষেবা, পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাহাড়ে বৃষ্টির তীব্রতা অব্যাহত থাকতে পারে।
প্রকৃতির রুদ্ররূপে পাহাড় আজ থমকে আছে—সেতু ভাঙা, রাস্তা ধসে পড়া, জলরাশির তোড়ে বিচ্ছিন্ন জীবন, সব মিলিয়ে উত্তরবঙ্গের পাহাড়ি জনজীবন যেন এক প্রাকৃতিক পরীক্ষার মুখোমুখি।