একটি বুনো হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া গ্ৰাম পঞ্চায়েতের দলবদল বস্তি সংলগ্ন এলাকায়। এদিন সকালে ঘুম থেকে উঠে গ্ৰামবাসীরা দেখে গ্ৰামের সীমানা এলাকায় পানা নদীর পাশে একটি হাতির দেহ পড়ে আছে সঙ্গে সঙ্গে তারা বনদফতরে খবর দেয় ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী ও আধিকারিক পৌছেছে তারা জানায় হাতিটি মাদা ও মৃত। হাতিটি কিভাবে মৃত্যু হল পুরো ঘটনা খতিয়ে দেখছে বনদফতর।
