দিনহাটা ১নং ব্লকের দ্বারিকামারী এলাকায় নদী ভাঙ্গনের সমস্যায় জর্জরিত এলাকাবাসী। কয়েক বছর ধরে এই সমস্যার ফলে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীদের। প্রতিনিয়ত বুড়া ধরলা নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও কৃষিজমি, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন অসংখ্য পরিবার। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি।
প্রতি বছর বর্ষায় এই এলাকায় ভাঙনের তীব্রতা বাড়ে।

দ্বারিকামারীর বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধি সকলের কাছেই তাঁরা ভাঙন প্রতিরোধের জন্য নদীবাঁধ নির্মাণ বা মেরামতের দাবি জানিয়েছেন। তবে তাঁদের অভিযোগ, কেবলমাত্র আশ্বাস ছাড়া আর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। একাধিক বার দিনহাটা এক নং ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন এলাকাবাসীরা। সেই সময় ব্লক প্রশাসনের আধিকারিক অর্থাৎ বিডিও আশ্বাস দিয়েছিলেন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের কোন আধিকারিক পরিদর্শন করেনি। তারা জানান, শুধুমাত্র এলাকার বিধায়ক ও সাংসদ নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে গিয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে প্রশাসনের কোন রকম বক্তব্য পাওয়া যায়নি।