বীরভূমের তিলপাড়া জলাধার থেকে প্রায় ১৬০০কিউশেক জল ছাড়া হলো ময়ূরাক্ষী নদীতে, যার ফলে ভয়ানক স্রোত লক্ষ্য করা গেল ময়ূরাক্ষী নদীতে। বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাতের পর তিলপাড়া জলাধারে বেড়েছে জলস্তর আর সেই জলস্তর কমাতে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয় জল, সাধারণ মানুষকে সতর্ক করতে গতরাতেই সাঁইথিয়া থানা পুলিশের পক্ষ থেকে সাঁইথিয়া তালতলার অস্থায়ী ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করার বার্তা দেয় সাঁইথিয়া পুলিশ। সূত্রের খবর, বুধবার মধ্যরাতে তিলপাড়া জলাধর থেকে ছাড়া হয় প্রায় ১২০০ কিউসেক জল তবে সকাল হতেই ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে ১৬০০ কিউসেক জল আর সেই জলের স্রোতে ডুবল সাঁইথিয়ার তালতলার অস্থায়ী ফেরিঘাট। সমস্যাই নদীর দুই প্রান্তের মানুষজনদের।

বেলা বাড়ার সাথে সাথে ভেঙেছে সাঁইথিয়া তালতলার অস্থায়ী ফেরিঘাট যার ফলে সমস্যায় পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন। মূলত ময়ূরেশ্বরের দিক থেকে বা সাইথিয়া শহরের অপর প্রান্ত থেকে সাইথিয়া শহর যেতে সাধারন মানুষকে প্রাই ৬ থেকে ৭ কিলোমিটার ঘুড় পথে নতুন ব্রিজ হয়ে যাতায়াত করতে হচ্ছে। এই ঘটনা কে কেন্দ্র করে সমস্যায় পড়েছেন নদীর দুই প্রান্তের মানুষজন। তবে এখন দেখার কবে কমছে এই জলস্রোত। এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীদের, এ বিষয়ে সাঁইথিয়া স্কুলেরএক ছাত্র জানিয়েছে, তাদের স্কুল যেতে এখন প্রায় ছয় থেকে সাত কিলোমিটার ঘুর পথে যেতে হচ্ছে যার জন্য তারা একটি ব্রিজের দাবি রেখেছে। যাতে সেই ব্রিজটি হলে হয়তো এতটা ঘুর পথে তাদেরকে স্কুল যেতে হবে না। তবে এখন দেখার এই সমস্যা কবে মিটছে।