আলিপুরদুয়ার জেলার ভল্কা-বারবিশা ২ গ্রামপঞ্চায়েত অন্তর্গত মাঝেরডাবরি বিষ্ণুনগর এলাকায় ত্রাণ সামগ্রী দিল কুমারগ্রাম ব্লক প্রশাসন এছাড়াও বিষ্ণুনগর এলাকা পরিদর্শনে যান রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বড়াইক । এলাকার একটি দীর্ঘদিনের দাবী ব্রিজ মূলত বর্ষাকালে এই দুর্গম এলাকায় পৌঁছনোর একমাত্র ভরসা নৌকো । এদিন বিষ্ণুনগর এলাকার উন্নয়ন ও এলাকার একটি ব্রিজের দাবীকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কাছে পাঠাবেন বলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি ।

উল্লেখ্য, সম্প্রতি ৬ই অক্টোবর এই এলাকায় ত্রাণ দিতে এসে বাঁধার মুখে পড়েন বিজেপি বিধায়ক মনোজ ওরাঁও তাঁর বিরুদ্ধে এক ৮০ বছরের বৃদ্ধকে ঘুশি মারার অভিযোগ করেন এক বৃদ্ধ ও তৃণমূল নেতারা । এরপরই দুর্যৌগ এলাকা মাঝেরডাবরি বিষ্ণুনগর এলাকা পরিদর্শনে যান রাজ্য সভার সাংসদ তথা তৃণমুলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক । এছাড়াও এদিন তিনি সাধারণ মনুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন ।