সাপ ধরতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হল এক কবিরাজের। ঘটনাটি শুক্রবার রাতে চিলাখানা এক গ্রাম পঞ্চায়েতের উত্তর পালপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম এসরাজুল হক (৫৫) । তার বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। জানা গিয়েছে ওই ব্যক্তি বেশ কয়েক বছর ধরেই সাপ ধর তেন এবং তিনি ওঝার কাজ করতেন বলেও জানা যায়। শুক্রবার রাতে প্রতিবেশী ছামিদুল রহমানের ঘরে সাপ ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়েই ডাক পড়ে প্রতিবেশী এসরাজুল হকের। ডাক পেয়েই দ্রুত ওই ব্যক্তি ওই বাড়িতে চলে যান এবং সাপটিকে ধরে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানান সাপটিকে বস্তাবন্দী করার সময়েই তার হাতের ছোবল মারে।

তিনি প্রথমে বিষয়টি আমল দিতে চাননি। পরবর্তীতে ব্যথা উঠলে তাকে নিয়ে আসা হয় তুফানগঞ্জ হাসপাতালে কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া এলাকায় এবং প্রচুর লোক দেহটিকে দেখতে ছুটে আসে হাসপাতালে। থানা সূত্রে খবর দেহটিকে উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।