বিশেষ চাহিদা সম্পন্ন ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য শীতলকুচি ব্লকের বড় কৈমারী অঞ্চলের অন্তর্গত ডাকালিরহাট ধরলার পার গ্রামে। বিশেষ সক্ষম তরুণীর কাছ থেকে জানা যায় টাকার প্রলোভন দেখিয়ে লাগাতার ধর্ষণ করা হয় ওই বিশেষ চাহিদা সম্পন্ন ওই ভিক্ষুককে। এই ঘটনায় প্রতিবেশী যুক্ত বলে অভিযোগ ,তিন থেকে চার মাস ধরে লাগাতার ধর্ষনের ফলে অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী ।

এমনই অভিযোগ তোলেন বিশেষ চাহিদা সম্পন্ন ওই তরুণী । স্থানীয় সূত্রে জানা যায় ওই বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী বাবা-মা ও ভাই তারা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন । তারা ভিক্ষা করেই অন্ন সংস্থান করে বলে জানা যায়। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় । প্রতিবেশী মহিলা জানান চিকিৎসকের মাধ্যমে তরণীর শারীরিক অসুস্থতার কারণ প্রথম জানতে পারেন। এলাকাবাসী কেউ কিছুই জানেন না, তারপরেই প্রতিবেশীরা নড়েচড়ে বসেন।
তারপরেই বিশেষ সক্ষম ওই তরুণীকে প্রতিবেশী মহিলারা জিজ্ঞাসাবাদের পরেই একের পর এক নাম বেরিয়ে আসে অভিযুক্তদের । টাকার লোভ দেখি প্রায় নাকি মাঝে মধ্যেই ওই মহিলাকে ডেকে নিয়ে যাওয়া হত বলে জানায় ওই তরুণী। শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করে ওই তরুণীর আত্মীয়রা। পুলিশ সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন শীতলকুচি থানার পুলিশ।