রানিরহাট মোড় চ্যাংড়াবান্ধা যাওয়ার পূর্ত দপ্তরের সড়কে বিশুদ্ধ পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা।
ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের জাবরা,বালি নয়াবন্দর এলাকায় পিএইচির জল দীর্ঘ অনেক গ্রামে ঢুকছে না, সেই সঙ্গে নোংরা জল বেরোচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রায় তিন বছর থেকে এই এলাকায় এই ধরনের পানীয় জলের সমস্যা নিয়ে দুর্ভোগে এলাকাবাসীর দ্বারা বলে অভিযোগ করেন।

তারা এও জানান এই বিষয়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন আধিকারিক সহ সকলকে এ বিষয়ে জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই তারা বাধ্য হয়ে এদিন ময়নাগুড়ি রানির হাট মোড় থেকে চ্যাংড়াবান্ধা যাবার তু দফতরের রাস্তা আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় এলাকায় বিশাল যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে ছুটে গিয়ে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং তাদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রাণেশ রায় বলেন দীর্ঘদিন থেকে এই পরিস্থিতি, আমাকে বারবার জানিয়েছে এলাকাবাসী, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টি।
অন্যদিকে পাম্প অপারেটর বিষয়টি স্বীকার করে নিয়েছেন, সমস্যার কথা, বিষয়টি তিনি তার উদ্বোধন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছেন, উদ্ধতন কর্তৃপক্ষ কিছু না করলে আমার কিছু করার নেই।
অন্যদিকে এলাকাবাসী রা বলেন আমরা আমরা আজকের মতন পুলিশের আশ্বাস নিয়ে পথ অবরোধ তুলে নিলাম। আগামীতে আমাদের সমস্যা দূর না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।