জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তা ও সেতুর কাজের শিলান্যাস করতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম করে পাগল বলে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের নামে ধর্ম দেখে কারও নাম বাদ দেওয়ার চিন্তাভাবনা করলে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত রাস্তায় নেমে মানুষ খেলাটা বুঝিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী ৷
প্রায় পনেরো বছর থেকে বেহাল রাস্তা সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন কিলোমিটার রাস্তা। ভোটের আগে আশ্বাস দিলেও রাস্তা সংস্কার হয়নি এতদিন। নাউয়া পাড়া, বরুয়া পাড়া, কালিয়া পাড়া, বোস পাড়া, দারিয়া পাড়ার প্রায় দশ হাজার মানুষ ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করেন।

অবশেষে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে পের্ভার ব্লকের রাস্তা করা হচ্ছে। ছ’মাসের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ হবে। গড়ালবাড়ি বরুয়াপাড়া প্রাথমিক স্কুলের মাঠে মঞ্চ করে রাস্তা ও সেতুর কাজের শিলান্যাস করলেন দফতরের মন্ত্রী, উপস্থিত ছিলেন আদিবাসী অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অনেকে। গ্রামের যমুনা নদীর উপর জয়েন্ট সেতু নির্মাণের জন্য দুই কোটি ৯৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। দেড় বছরের মধ্যে সেতুর কাজ সম্পূর্ণ হবে।
স্থানীয় বাসিন্দা জানান দীর্ঘদিন থেকে বেহাল রাস্তা। ভোটের প্রাককালে জনপ্রতিনিধিরা কাজ করা হবে বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু রাস্তার কাজ হয়নি বলে অভিযোগ করেন তারা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে কাজ করা হচ্ছে, ছয় মাসের মধ্যে রাস্তার কাজ শেষ করা হবে বলে জানান তিনি। এদিন তিনি ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন। এদিন রাজ্যের বিরোধী দলনেতাকে পাগল বলে কটাক্ষ করেন তিনি।