বিরল প্রজাতির প্রাণীর হদিস মিললো জলদাপাড়া জাতীয় উদ্যানের লঙ্কা পাড়া রেঞ্জের অন্তর্গত তিতি নদীর এলাকায়। অদ্ভূত প্রাণীটি আসলে কি? তার নাম এখনো জানা যায়নি। ইস্টার্ন ডুয়ার্স টুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ সাহা জানান, এটি বন কুকুরও নয় এবং শিয়ালও নয় এটি একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী যা আগে মালদ্বীপ ,বাংলাদেশ এবং ভারতের কিছু অংশে লক্ষ্য করা যেত। এখন জলদাপাড়ার পূর্ব অঞ্চলে এমন প্রাণী দেখতে পেয়ে খুশি পর্যটক ব্যবসায়ীরা। বিশিষ্ট পরিবেশপ্রেমী সমদ্বীপ দত্ত জানান — খুব সম্ভবত এটা গৃহপালিত কুকুর ও শেয়ালে বর্ণ সংস্করণ। এরকম ঘটনা ভারতে এবং বাংলাদেশে এর পূর্বে রেকর্ড হয়েছে ।
