বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় উধাত্ত নববধু, হতাশয় চাকুরিজীবী পাত্র ঘটনাটি ঘটে শামুকতলা থানা এলাকার। সদ্য কয়েক ঘণ্টা হয়েছে বিয়ে তাঁর মাঝে হঠাৎ করে উধাও নববধূ । এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলার শামুকতলা এলাকায় । নববধু বাড়িতে আসবে তার জন্য সমস্ত রকম প্রস্তুতি করা হয়েছিল বাড়িতে । শেষ পর্যন্ত নববধূ আর বাড়িতে এলো না। শুক্রবার রাত ১১ টা নাগাদ এমনটাই দেখা গেল দক্ষিণ মজিদখানা এলাকায় । কান্নায় ভেঙ্গে পড়লেন পাত্রের বাড়ির আত্মীয়রা। মুহূর্তের মধ্যেই বদলে গেল বিয়ে বাড়ির পরিবেশ। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের শামুকতলা রোড তথা দক্ষিণ মজিদখানা এলাকার বাসিন্দা বাবলু মন্ডল বিয়ে করতে গিয়েছিলেন আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের যশোডাঙ্গা বিশ্বাস পাড়া এলাকার বাসিন্দা রিঙ্কু বিশ্বাসকে।

বিয়ের সাত পাক ঘোরার পরেও নববধূকে বাড়ি নিয়ে আসা হলো না বরের। রীতিমতো বরকে বাড়িতে বসিয়ে রেখে পালিয়ে যায় নববধূ। আর এই ঘটনা প্রকাশ হতেই শোরগোল পড়ে যায় কনের বাড়ি সহ গোটা গ্রাম এমনকি থানা এলাকায়। দুই পরিবারের আলোচনার ভিত্তিতেই বাবলুর বাবা বিদ্যুৎ মন্ডল ছেলের বিয়ে ঠিক করেন যশোডাঙ্গা এলাকার বাসিন্দা রতন বিশ্বাসের মেয়ের সঙ্গে। বৃহস্পতিবার রাতে সাতপাকে আবদ্ধ হন বাবলু এবং রিঙ্কু। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ বাবলু তার নববধূ রিঙ্কুকে নিয়ে বাড়িতে যাবেন। বেলা আড়াইটা নাগাদ রিঙ্কু বাড়ি থেকে বিউটি পার্লারে যান ভাইকে নিয়ে সাজগোঁজ করতে। আর সেখান থেকেই রহস্য জনক ভাবে নিখোঁজ হয়ে যায় ওই নববধূ। শুক্রবার সন্ধ্যায় বাবলু ফিরে আসে বাড়িতে। রীতিমতো দুই পক্ষের অভিভাবক এবং পঞ্চায়েত সহ বিশিষ্টজনদের নিয়ে যশোডাঙ্গা হাই স্কুল সংলগ্ন এলাকায় আলোচনা সভা হয়। আলোচনা সভার পরেই নববধূর পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করতে শামুকতলা থানায় যান রাতে। এদিকে শুক্রবার রাত ১১ টা নাগাদ দক্ষিণ মজিদ খানা বরের বাড়িতে গিয়ে দেখা গেল প্যান্ডেল তৈরি হয়ে আছে, সবরকমের প্রস্তুতি শেষ । রবিবার হওয়ার কথা ছিল ভুরিভোজের । পাঁচ শতাধিক ব্যক্তি নিমন্ত্রিত আছেন এই ভুরিভোজে। তাছাড়া রয়েছেন আত্মীয়-স্বজন সহ আরো অনেকেই। রাত বারোটা পর্যন্ত নিখোঁজ বধূর সন্ধান পাওয়া যায়নি। রহস্য জনক ভাবে নববধূ নিখোঁজ হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন পাত্র পক্ষ । উল্লেখ্য বর বাবলু মন্ডল খাদ্য দপ্তরের একজন সরকারি কর্মচারী। নববধূকে বাড়িতে নিয়ে যেতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনিও । তবে বাবলুর বাবা বিদ্যুৎ মণ্ডল জানিয়েছেন শনিবার তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন।