চা শ্রমিকদের নূন্যতম মজুরি প্রদান, ইএলপি বৃদ্ধি, জমির পাট্টা সহ বিভিন্ন দাবিতে জয়েণ্ট ফোরামের পক্ষ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে গেট মিটিং আয়োজিত হচ্ছে। জয়েণ্ট ফোরামের পক্ষ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে তিন দিনের গেট মিটিং এর ডাক দেওয়া হয়েছে।

এদিন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে জয়েণ্ট ফোরামের পক্ষ থেকে গেট মিটিং করা হয়। গেট মিটিং এ চা বাগানের লোকাল ই্যসু উঠে আসে। বিভিন্ন চা বাগানে শ্রমিকদের একাধিক ই্যসু রয়েছে যেমন সময়মত বেতন প্রদান করা হচ্ছেনা। পি এফ জমা হচ্ছেনা, প্রাপ্য সূযোগ সুবিধা মিলছেনা একাধিক ই্যসু উঠে আসছে।