নাকাচেকিং চলাকালীন বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করল দিনহাটা সাহেবগঞ্জ থানার পুলিশ।
সাহেবগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খারুভাজ এলাকায় সাহেবগঞ্জ থানার পুলিশ বিশেষ নাকা চেকিং চলাকালীন এক বাইক আরোহীকে আটক করে। তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে
২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও WB 63 D 0223 নাম্বারের একটি বাইক উদ্ধার করে পুলিশ। জানা যায় রাখালমাড়ী এলাকার তাপস রায় নামের ওই ব্যক্তি বাইকে করে গাঁজা নিয়ে যাচ্ছিল বামন হাটের দিকে যাচ্ছিল। পরে সাহেবগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করে তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই উদ্ধারকৃত গাঁজাগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করছে সাহেবগঞ্জ থানার পুলিশ।
