প্রবল বৃষ্টিপাতের বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গের পাশাপাশি কোচবিহার জেলাও এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রবিবার তড়িঘড়ি পর্যালোচনা বৈঠকে বসলো কোচবিহার জেলা প্রশাসন। উত্তরবঙ্গের এই সংকটময় পরিস্থিতিতে সোমবার শিলিগুড়ি আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দুর্যোগ মোকাবিলায় করণীয় সমস্ত কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতেই প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য অভিজিৎ দেভৌমিক প্রমুখের উপস্থিতিতে এদিনের এই বৈঠকের পৌরহিত্য করেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা।

এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোচবিহারের মানুষ যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানান কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। ইতিমধ্যেই জেলা জুড়ে বিভিন্ন এলাকার ফ্লাড সেন্টার তৈরি রয়েছে। বন্যা কবলিত বিভিন্ন মানুষকে সেখানে নিয়ে আসার সমস্ত রকম প্রক্রিয়া চালু রয়েছে যাতে বন্যা কবলিত মানুষের অভুক্ত না থাকেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে বলে এদিন জানান জেলা শাসক।