বিনা নোটিশে জমি দখলের অভিযোগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ময়নাগুড়ির বাসিন্দা। ময়নাগুড়ি বি, এল, আর,ও অফিসে ধরনায় জমির মালিক।
জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের টিকাটুলি এলাকার বাসিন্দা শ্যামসুন্দর সাহা। তার দাবি, কোনো নোটিশ ছাড়াই হঠাৎই তার নামে থাকা চারটি জমি কর্তৃপক্ষ নিজেদের নামে করে নিয়েছে। অথচ বিষয়টি নিয়ে তাকে আগে থেকে কোনোভাবেই অবগত করা হয়নি। হঠাৎ জমি হারিয়ে বিপাকে পড়েছেন শ্যামসুন্দরবাবু।

একাধিকবার বিভিন্ন প্রশাসনিক মহলের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান মেলেনি। অবশেষে ক্ষোভ প্রকাশ করতে তিনি ময়নাগুড়ি বিএলআরও অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে বসে পড়েন ধরনায়। এ বিষয়ে বিএলআরও অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, “ঘটনাটি আমাদের অধীনে নয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে নথি এলে তবেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব।” এক সাধারণ মানুষের জমি এভাবে বিনা নোটিশে দখল হওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের এই পদক্ষেপ ঘিরে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ বাড়ছে।