এসজেডিএ-র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ বিপণি কেন্দ্র বিধান মার্কেট-এর সমস্যা সমাধানে তৎপর হলেন দিলীপ দুগ্গার। বুধবার তিনি শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব-এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে দুজনেই উন্নয়নমূলক কাজে একসঙ্গে কাজ করার বার্তা দেন।
দিলীপ দুগ্গার জানান, “বিধান মার্কেট কমিটির সঙ্গে শীঘ্রই আলোচনা হবে। মার্কেট চত্বরের যেসব সমস্যা রয়েছে, সেগুলি দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে বিধাননগরের ‘আনারস হাব’ নিয়েও পরিকল্পনা রয়েছে। তবে আপাতত মূল লক্ষ্য বিধান মার্কেটের সার্বিক উন্নয়ন।”
মেয়র গৌতম দেব বলেন, “আমরা যৌথভাবে উন্নয়নের পথে হাঁটতে চাই। শহরের বিভিন্ন এলাকায় যেসব প্রকল্পের কাজ চলছে বা পরিকল্পনায় রয়েছে, সেগুলি আমরা একসঙ্গে পরিদর্শন করব ও বাস্তবায়নে উদ্যোগী হব।”
সূত্রের খবর, বিধান মার্কেটের দীর্ঘদিনের বেহাল পরিকাঠামো, স্যানিটেশন সমস্যা, জল নিকাশি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীরা বারবার অভিযোগ জানিয়ে এসেছেন। এবার এসজেডিএ ও পুরনিগমের সমন্বয়ে সেই সমস্যাগুলির স্থায়ী সমাধানের পথ খুলবে বলে মনে করা হচ্ছে।