বিধানসভা নির্বাচনের আগে থেকেই কেউ নিজেকে প্রার্থী ভেবে নেবেন না, বার্তা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এর।
উল্লেখ্য শনিবার কোচবিহার রবীন্দ্র ভবনের অনুষ্ঠিত হয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের ২১ শে জুলাই নিয়ে প্রস্তুতি সভা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
এদিন তিনি জানান —

মাথাভাঙ্গা বিধানসভা সহ কোচবিহারের যেকোনো বিধানসভায় যিনি ভাবছেন যে বিধানসভা নির্বাচনে প্রার্থী তিনি হবেন সেটা ভুলে যান। তার কারণ দল যাকে প্রার্থী হিসেবে বেছে নেবে সেই প্রার্থী হবেন। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন সেটা তাহলে কৃপায় এবং দয়ায়। কিন্তু আগে থেকেই যে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন সে ক্ষেত্রে দল তাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে খুশি থাকুন, তা না হলে দল তার বিরুদ্ধে বিকল্প ব্যবস্থা নেবে।