বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনায় জয়গাঁ এলাকায় চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম জাহারুল হক। তিনি ঝর্ণাবস্তী এলাকার বাসিন্দা ছিলেন। এদিন সকালে জয়গা শহরের লিঙ্ক রোডে বিদ্যুতের কাজ করছিলেন তিনি। কাজে কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে তিনি ট্রান্সফারমারের কাছে চলে যান। এমনিতে বৃষ্টি তার ওপর ট্রান্সফারমারের কাছে চলে গিয়ে তিনি বিদ্যুতের শক খেয়ে মাটিতে পড়ে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
