বিদ্যুতের তারে নয়, বেসরকারি টেলিকম সংস্থা জিও ফাইবার সহ বিভিন্ন কেবল তারে আটকে ভেঙে পড়েছে জগন্নাথ দেবের রথের চূড়া। শনিবার রাতে এমনটাই জানালেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। এদিন রাতে বিদ্যুৎ দপ্তরের দিনহাটা ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দীপঙ্কর বৈরাগ্য এমনটাই জানান। তিনি জানান, এদিন ওই ঘটনার পরেই খোঁজখবর নিয়ে এবং সড়জমিনে ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখা হয় এবং সেখানে দেখা যায় বিদ্যুতের তারে আটকে যায়নি সেই রথের চূড়া ।

সেখানে থাকা জিও ফাইবার ও বিভিন্ন কেবল সংস্থার তারে চূড়া আটকে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, এদিন ছিল জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। শহর সংলগ্ন বড় আটিয়াবাড়ী এলাকায় মাসির বাড়ি থেকে বড় নাচিনা শান্তিপারা এলাকায় নিজের বাড়িতে ফিরছিল জগন্নাথ দেব। সেই সময়ই বাবু পাড়া সংলগ্ন এলাকায় তারে আটকে রথের চূড়া ভেঙে পড়ে আহত হয় দুজন। সেই ঘটনায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা দুজন হলেন দুলাল আর্য ও ভারতী বর্মন। এদের মধ্যে দুলাল আর্যকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ভারতী বর্মনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুলাল আর্য জানান, রথ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে লেগে ভেঙে যায় চূড়া। সেই চূড়া ভেঙে পড়েই তার মাথা ফেটে যায়। এদিকে এই ঘটনার খবর সামনে আসতেই নড়েচড়ে বসে বিদ্যুৎ দপ্তর। ঘটনার সরজমিনে তদন্ত করে দেখেন তারা। তারপর বিদ্যুৎ দপ্তরে আধিকারিকরা জানান বিদ্যুতের তারে আটকে দুর্ঘটনা ঘটে নি সেখানে থাকা জিও ফাইবার ও বিভিন্ন কেবল তারে আটকে এই ঘটনা ঘটেছে।