বিদ্যুতের ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।শনিবার দুপুর নাগাদ ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা শহর সংলগ্ন পঞ্চানন মোড়ে পলিটেকনিক কলেজের রাস্তার পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফরমারে।আগুন লাগার পর এলাকাবাসীরাই খবর দেয় বিদ্যুৎ দপ্তরে।পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে আগুন নেভায়। স্থানীয় সূত্রে খবর গতকাল থেকেই ধোঁয়া বেরোচ্ছিলো তবে আজ ট্রান্সফরমারের পেছনে ধোঁয়ার পাশাপাশি আগুন জ্বলতে থাকে।

আর এই ঘটনায় পাশে থাকা ব্যবসায়ীরা আতঙ্কিত বলেও জানান।
পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের এক কর্মী জানান ট্রান্সফরমারে পেছনে থাকা গ্যাসকিট নষ্ট হয়ে যাওয়ার কারনে তেল লিক করছিলো আর এর ফলেই আগুন লেগে যায় তবে আতঙ্কের কিছু নেই।কর্মীরা কাজ করছে, কিছুক্ষনের মধ্যেই ঠিক হয়ে যাবে এবং এলাকায় বিদ্যুৎ পরিসেবা স্বাভাবিক হবে।