পেটলা নেপরা এলাকায় বিদ্যুতের কাজ করার সময় এক অথরাইজ ঠিকাদারকে ধাক্কা মারার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে, ঘটনায় উত্তেজনা ছাড়ায় এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ ও বিদ্যুৎ বিভাগের আধিকারিক ।
জানা যায় ওই এলাকায় নতুন ট্রান্স মিটার এবং বিদ্যুতের লাইন বসানো হচ্ছিল কিন্তু গ্রামবাসীদের অভিযোগ পুরনো ট্রান্স মিটার লাইনের তার খুলে এনে নতুন খুঁটিতে লাগানো হয়। অভিযোগ এলাকায় বিদ্যুতের লাইনের তার কম পরে । গ্রামবাসীরা অভিযোগ করে ওই জায়গা কেন বিদ্যুতের তার থাকবে না ।

এই বিষয়ে অথরাইজ ঠিকাদারকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অফিসে জানাতে বলেন। এই নিয়ে অথরাইজ ঠিকাদারের সঙ্গে এলাকার এক ব্যক্তি কথা কাটাকাটির মধ্যে স্থানীয় এক ব্যক্তি অথরাইজ ঠিকেদারকে ধাক্কা মারে বলে অভিযোগ। এই ঘটনার পরেই ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে যায় শীতলকুচি বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা। এই ঘটনায় চাঞ্চ্যল্যের সৃষ্টি হয় এলাকায় ।