শিক্ষকরা দেরি করে আশায় স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ১০ নং মাড়ায়কুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাসুদেবপুর এফ.পি. স্কুলে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকারা সময়মতো উপস্থিত হন না। সেই কারণেই ক্ষুব্ধ গ্রামবাসীরা এদিন স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়েন।
ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর ১২:৩০ টা নাগাদ। গ্রামবাসী আরমান আলী অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরেই শিক্ষকরা সময়মতো স্কুলে আসেন না। বারংবার অভিযোগ জানানোর পরও কোনও ফল মেলেনি। বাধ্য হয়েই আমরা স্কুল গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছি।”

স্থানীয় প্রবীণ বাসিন্দা মতিবুর রহমান স্মৃতিচারণা করে বলেন, “এক সময় এই স্কুল থেকেই অনেক কৃতী ছাত্রছাত্রী বেরিয়েছে, যারা আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এমনকি বর্তমানে এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হকও এই স্কুলের প্রাক্তনী। কিন্তু আজ শিক্ষার মান এতটাই নিচে নেমে গেছে যে অভিভাবকরা বাধ্য হয়ে পাশের গ্রামের স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করাচ্ছেন।”
পরিস্থিতি জানার পর স্কুলে পৌঁছন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক। তিনি জানান, “আমি কয়েকদিন ছুটিতে ছিলাম। আজ গ্রামবাসীদের বিক্ষোভের কথা শুনে এসেছি। শিক্ষকরা মাঝে মাঝে দেরি করে আসেন, এই অভিযোগ সত্য।”
ঘটনার খবর পেয়ে তদন্তে আসেন রায়গঞ্জ চকের বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।