অভিভাবকদের অভিযোগে স্কুলে হাজির এলাকার প্রধান সহ জনপ্রতিনিধিরা। ঘড়িতে ১১ পেরিয়ে গেলেও এদিন বিদ্যালয়ে দেখা মিললো না কোনো শিক্ষিকার।আজই যে প্রথম এরকম, তেমনটা নয়।প্রতিদিনই বিদ্যালয়ে শিক্ষিকারা দেরিতে আসেন বলে অভিযোগ। শুধু যে দেরিতে বিদ্যালয়ে আসেন সেটাও নয় দুটো থেকে আড়াইটের মধ্যে বিদ্যালয় ছুটিও দিয়ে দেন বলে অভিযোগ।ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাইশগুড়ি চতুর্থ পর্যায় প্রাথমিক বিদ্যালয়ের।

এলাকাবাসীর অভিযোগ বিদ্যালয়ে দুজন শিক্ষিকা দুজনই প্রতিদিন সারে এগারোটা থেকে বারোটার দিকে আসেন এমনকি আড়াইটের মধ্যে বিদ্যালয় ছুটি দিয়ে চলে যান।সে জায়গায় দাঁড়িয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত অভিভাবকরা।অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা ১ নং চক্রের এডুকেশন সুপারভাইজার ধ্রুব জ্যোতি রায়। প্রধান শিক্ষিকার সাথে কথা বলেন এবং পরবর্তীতে যাতে এধরনের কোনো অভিযোগ না আসে সে বিষয়ে সতর্ক করেন।