বিদ্যালয়ের উন্মুক্ত খেলার মাঠের দাবিতে আলিপুরদুয়ার ফালাকাটা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পররপার বি,এফ,পি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের।
আলিপুরদুয়ারের এক নম্বর ব্লকের পররপার গ্রাম পঞ্চায়েত এলাকার পররপার প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা স্থানীয় দুষ্কৃতিদের। তারই প্রতিবাদে বুধবার দুপুর নাগাদ ক্ষুদে পড়ুয়া ও অভিভাবকেরা প্রায় দেড় ঘণ্টা আলিপুরদুয়ার – ফালাকাটা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন।

জানাগেছে বহু পুরাতন এই বিদ্যালয়ের সামনে রয়েছে খেলার মাঠ। গতকাল রাতের অন্ধকারে কে বা কারা মাঠে খুটি পুতে দখল করার চেষ্টা করে। আজ সকালে স্কুলে এসে শিক্ষকেরা দেখেন মাঠে খুটি পোতা। সেটা দেখেই বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে ক্ষোভ শুরু হয়। খবর ছড়িয়ে পড়তেই স্কুলের ক্ষুদে পড়ুয়া ও অভিভাবকেরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরুকরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযূষ কান্তি রায়, আলিপুরদুয়ার থানার পুলিশ ও স্থানীয় জন নেতারা। এরপর পুলিশ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দারা স্কুলের মাঠের পোতা খুটি তুলে ফেলেদেয়। এরপরেই ক্ষুব্ধ ছাত্র ছাত্রী ও অভিভাবকরা পথ অবরোধ তুলে নেয়। সমগ্র ঘটনায়
এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়।