কেন্দ্রীয় সরকারের উন্নয়নের ১৫ এফসি ফান্ডের ২৫ লক্ষ টাকা কোথায় গেলো, জবাব চাই। প্রধান সীমা রায় ও তপন সরকারকে হিসাব দিতে হবে ,অবিলম্বে সিবিআই তদন্ত করতে হবে । প্রধান সীমা রায়কে গ্রেপ্তার করতে হবে পোস্টার ঘিরে চাঞ্চল্য।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে ঢোকার আগেই সাদা কাগজের উপরে লাল রঙের লেখা পোস্টারে ছেয়ে গেল গোটা গ্রাম পঞ্চায়েত সহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা লাল স্কুল, জলঢাকা, চৌরঙ্গী। বুধবার সকাল হতেই নজরে আসে স্থানীয়দের। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাগুরমারী দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায়।এদিন প্রধান ও অঞ্চল সভাপতির নামে পোস্টার দেখেই পোস্টার ছিঁড়ে ফেলেন দলীয় কর্মীরা। আর এই ঘটনায় বিরোধীদের দিকে আঙুল তুলেছে তৃণমূল।

বিজেপির পশ্চিম মন্ডলের সভাপতি পলাশ বসাক বলেন কেন্দ্র সরকার টাকা পাঠায় সাধারণ মানুষের উন্নয়নের জন্য এইদিকে তৃণমূলের প্রধান ও নেতারা সেই টাকা আত্মসাৎ করছেন আজকে এরকমই পোস্টারে ছেয়ে গেছে গোটা মাগুরমারি
২ জিপি। আমরা এর আগেও ধূপগুড়ির বিডিও ও জেলাশাসককে আমরা এই বিষয়ে অবগত করেছি। আমরা এর সঠিক তদন্ত চাই। এদিকে প্রধান সীমা রায় বলেন আমি ও আমার অঞ্চল সভাপতি যদি ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করে তাহলে এতগুলো কাজ কি করে হলো, তিনি আরো বলেন এটা সম্পূর্ণ চক্রান্ত এর আগেও আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল। যদিও এই বিষয়ে অঞ্চল সভাপতি তপন সরকার কোন মন্তব্য করতে চাননি।