বিজেপি সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের মনীষী পঞ্চানন সম্পর্কে কুমন্তব্য করার প্রতিবাদে প্লাকার্ড হাতে প্রতিবাদ জানালো পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা। এদিন বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পঞ্চানন বর্মার বংশদর তিমির কুমার বর্মা, পঞ্চানন গবেষক গিরিন্দ্রনাথ বর্মন প্রমূখ। এদিন গিরিন্দ্রনাথ বর্মন বলেন, নগেন রায় ভুল স্বীকার না করলে ধারাবাহিক আন্দোলন সংগঠিত করা হবে। এনিয়ে করা হবে গন কনভেনশন।
