সোমবার সকাল থেকেই জলপাইগুড়ির ফুলবাড়ি চুনাভাটি ফুটবল গ্রাউন্ড এলাকায় উত্তেজনার পারদ চড়েছে। ভারতীয় জনতা যুবমোর্চার ডাকে আজ ‘উত্তরকন্যা অভিযান’ শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী-সমর্থকদের জমায়েতের মধ্য দিয়ে।
রাজ্যজুড়ে নারী নির্যাতন, উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা এবং প্রশাসনিক বিভিন্ন অব্যবস্থার বিরুদ্ধে এই অভিযান। সকাল থেকে তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি ফুটবল গ্রাউন্ড পর্যন্ত বিশাল জমায়েতের আয়োজন করা হয়েছে।
সভাস্থলে কড়া নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে পুলিশ কুকুর এবং মেটাল ডিটেক্টর। পুলিশি তল্লাশি চালানো হচ্ছে প্রতিটি প্রবেশপথে। জনসভার মূল মঞ্চ গড়ে উঠেছে রাজগঞ্জ ব্লকের চুনাভাটি ফুটবল মাঠে।
আন্দোলনে উপস্থিত থাকতে পারেন যুব মোর্চার রাজ্য নেতৃত্ব সহ বিভিন্ন জেলা থেকে আগত শীর্ষ নেতারাও।